ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পাবনা প্রতিনিধি,রোববার, ২৬ মার্চ ২০২৩ : পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সীমা খাতুনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
রোববার (২৬ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য সীমা খাতুনকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তৌহিদ হোসেন। পরে শুনানী শেষে পাবনা আমলী আদালত-২-এর বিচারক শামসুজ্জামান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
সীমা খাতুন নিহত সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী। তার বাড়ি ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আব্দুল মমিন।
Advertisement
এর আগে ঈশ্বরদী থানায় নিহতের পিতা আবু বক্কার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু আব্দুল মমিন ও তার স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।
Advertisement
গত শুক্রবার (২৪ মার্চ) রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সম্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ। মামলার পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
Advertisement
শনিবার (২৫ মার্চ) সকালে পাবনার সীমান্তর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাডো জিপের ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সম্রাট হোসেন।