অভিযুক্ত বিএনপি নেতা কাজী রুবায়েত হাসান সায়েম। ছবি: সময় সংবাদ
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৫ মার্চ ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
Advertisement
শুক্রবার (২৪ মার্চ) রাতে নগরীর পাইকপাড়া নয়াপাড়ার ৯৭/১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
Advertisement
আটক কাজী রুবায়েত হাসান সায়েম সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
Advertisement

নারায়ণগঞ্জ জেলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আল-মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে কটূক্তি করায় শুক্রবার রাতে কাজী রুবায়েত হাসান সায়েমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement

এদিকে কাজী রুবায়েত হাসান সায়েমের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একটি বোতল থেকে মদ জাতীয় পানীয় গ্লাসে ঢালছিলেন সায়েম। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে গালমন্দ করতে দেখা যায় তাকে।
Advertisement
