ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশালের গৌরনদী প্রতিনিধি , শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ : বরিশালের গৌরনদীতে সাংবাদিক ও পানি উন্নয়ন বোর্ডের সদস্য পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
Advertisement

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আল মামুন (৪২), মো. আব্বাস হাওলাদার (৪৪), লিখন মুন্সি (২৬), মো. নাসির উদ্দিন তালুকদার (৪০) ও এমদাদুল হক শেখ (৪২)। তাদের সবার বাড়ি পাশের জেলা মাদারীপুরে।
Advertisement

ওসি আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাঁকাই বাজারের নাহিদ হাছানের মিষ্টির দোকানে পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের ছবি তুলতে শুরু করেন। এ সময় দোকান অপরিষ্কার জানিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকেন। তারা একই ঘটনা ঘটান বাজারের মিলন বাড়ৈ ও তাকিফের দোকানে। এ সময় সংবাদ প্রকাশ না করতে চাইলে ৩টি দোকান থেকে মোট ৬ হাজার টাকা দাবি করেন তারা। এ ছাড়া বাজারের আরেক দোকানি তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের সদস্য পরিচয় দিয়ে দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই করেন। এ সময় কাগজপত্র সঠিক নেই জানিয়ে তরুলক্ষ নাথ নাগের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন তারা।
Advertisement

ওসি আরও জানান, দোকানিদের সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা। এরপর পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বাঁকাই বাজারের মিষ্টি দোকানদার মো. নাহিদ হাছান বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Advertisement
