ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ : পূর্বসূরিদের প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্য অনুসরণ করে এবারও রমজানে সেহরি খেতে মানুষকে জাগিয়ে তুলতে দায়িত্ব পালন শুরু করেছে কাশিদা বাহিনী। গান, কাশিদা গেয়ে সেহরির সময় রোজাদারদের জাগিয়ে দেয়াই তাদের লক্ষ্য
Advertisement
প্রথম রোজায় সেহরির মধ্য দিয়ে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। সরেজমিন দেখা যায়, রাজধানীর অলি-গলিতে কাশিদা গেয়ে এলাকাবাসীকে সেহরির জন্য জাগিয়ে তুলছেন একদল যুবক। বছর ঘুরে আবারও এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানে ঘরে ঘরে সেহরির আয়োজন এক উৎসবের আমেজ নিয়ে এসেছে সর্বসস্তরের মুসল্লিদের মধ্যে। আজানের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মাসব্যাপী পরীক্ষার পালা।
Advertisement
আত্মসংযমের মাস চলে এসেছে। তাই প্রথম রমজান থেকেই রোজাদারদের সেবায় নেমে পড়েছে কাশিদা বাহিনী। কাশিদা গেয়ে রোজাদারদের সেহরির জন্য ডাক দিচ্ছেন একদল যুবক। সেহরি রান্নার প্রস্তুতি নিতে রোজাদারদের জাগিয়ে দিতে উঁচু গলায় গেয়ে যান সুরেলা কাশিদা।
Advertisement
কাশিদা বাহিনীর যুবকরা জানান, রাত আড়াইটা থেকে কাশিদা গেয়ে তাদের ডাকডাকি শুরু হয়। পুরো রমজানে এটি চলমান থাকবে। তাদের পূর্বপুরুষরা এভাবে মানুষকে জাগিয়ে দিতেন। সেই ধারাবাহিকতা তারা রক্ষা করে চলেছেন। তাদের পর তাদের পরবর্তীরাও এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান তারা।
Advertisement
পুরো এলাকায় এভাবে ডাকাডাকি করতে প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে বলেও জানান কাশিদা বাহিনীর যুবকরা।
বছর ঘুরে আবার চলে এসেছে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মাস। ফজরের আজানের আগেই ঘরে ঘরে সেহরি সেরে নিতে জাগ্রত রাসুলের উম্মতরা। আজানের সুরের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মাসব্যাপী পরীক্ষার পালা। সব গুনাহ মাফ পেতে মুসলিমরা নিয়োজিত হন আত্মসংযমে।
Advertisement