ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ময়মনসিংহ প্রতিনিধি ,বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ : এগারোটি স্টলে থরে থরে সাজানো নিত্যপণ্য। বিক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ।
Advertisement
বিনামূল্যের হাটে ব্যাগ ভর্তি সদাই নেন শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় ৬ শতাধিক পরিবার। বৃহস্পতিবার ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যের এই হাটের আয়োজন করা হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়িতে।
Advertisement
আঠারোবাড়ি রায় বাজারের পাশে একটি ফিলিং স্টেশনে রমজানের ফ্রি হাটের আয়োজন করে মুক্তিরবন্ধন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। ২০১৮ সাল থেকে সংগঠনটি রমজান, ঈদ, বড়দিন ও পূজায় ফ্রি হাটের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।
Advertisement
বিত্তবানদের সহযোগিতায় সংগঠনটি আঠারোবাড়ি এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে চালাচ্ছে তাদের মানবিক সামাজিক কাজ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যপ্রাণী নিয়েও কাজ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
Advertisement