ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ : গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দেয়ায় চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমতউল্লাহ। তিন দিনের মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ঢালিউড অভিনেতাকে।
Advertisement
নিজের ফেসবুক ওয়ালে লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করেছেন রহমতউল্লাহ। তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে রহমতউল্লার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।
Advertisement
রহমতউল্লাহ জানিয়েছেন, এবার আইনিভাবে বিষয়টি দেখবেন তিনি। তাই এ ব্যাপারে আর কোনো বক্তব্য দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগেই শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন এক অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমতউল্লাহ নামের ওই প্রযোজক।
Advertisement

তার অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন। একই সিনেমার শুটিংয়ে শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোরও অভিযোগ আনেন তিনি।
Advertisement

রহমতউল্লাহর অভিযোগে বলা হয়, ধর্ষণের ওই ঘটনায় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আটক হয়েছিলেন শাকিব খান। তবে ভুক্তভোগী পরে আর এগিয়ে না আসায়, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ওই বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়নি।
