ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ২২ মার্চ ২০২৩ : দিনাজপুরের বিরলে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ তিন জনকে আটক করেছে র্যাব। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।
Advertisement
মঙ্গলবার (২১ মার্চ) উপজেলার দামাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
আটকরা হলেন, ফাহিমুর রহমান ফাতু, সোহেল রানা ও শাহিন কবির। তাদের বাড়ি শহরের পাহাড়পুর মহল্লায়।
সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল বিরল উপজেলার দামাইল ঝোলঝলি পাড়ায় অভিযান চালায়। তারা ফাতেমা বেগমের বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে এক কেজি ৫০৭ গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় তিনটি বড় চাকু একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
Advertisement
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটকরা। ফাতেমা বেগম পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
Advertisement