ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুড়িগ্রাম প্রতিনিধি, সোমবার, ২০ মার্চ ২০২৩ : কুড়িগ্রাম কারাগারে চারটি পুরুষ ও দুটি মহিলা ওর্য়াড মিলে বন্দি ধারণক্ষমতা ১৬৩ জন। এরমধ্যে পুরুষ বন্দি ১৪৫ এবং নারী বন্দি ধারণক্ষমতা ১৮।
তবে, সম্প্রতি বন্দির সংখ্যা বাড়েতে থাকায় তা কারাগারের স্বাভাবিক ধারণক্ষমতার তিন গুন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কারাগারে বন্দি ৫৪১জন। এদিকে আবাসনের পাশাপাশি কারাগারে শৌচাগার সংকট তীব্র হয়ে উঠেছে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দেড়শ বন্দির বিপরীতে শৌচাগার রয়েছে একটি। চার ওয়ার্ডের বন্দিদের জন্য শৌচাগার রয়েছে মাত্র ২০টি।
Advertisement
এমনকি সাথে দেখা করতে আসা স্বজনদেরও পড়তে হয় বিড়ম্বনায়।
একাধিক কারা সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দিদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে বর্তমানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি আছেন। এতে ওয়ার্ডগুলোতে বন্দিদের ন্যূনতম মানবিক পরিবেশ থাকছে না। দিনের বেলায় বন্দিরা ওয়ার্ডের বাইরে ঘোরাফেরা করলেও বিকাল থেকে তাদের ওয়ার্ডে প্রবেশ করতে হয়। অধিক বন্দি থাকায় ওয়ার্ডে শোবার পরিবেশ নেই। গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন বন্দিরা। গরম মৌসুমে এই সংকট আরও তীব্র হয়ে ওঠে।
ডেপুটি জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, কারাগারের ধারণক্ষমতা বাড়ানোর জন্য কয়েকবার লিখিত প্রস্তাব দেয়া হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তবে কোনো সমাধান মেলেনি।
এদিকে, বন্দিদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নজর দেয়ার আহ্বান জানান একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কারাগার নির্মানের কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত হয়। সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
Advertisement
উপ-কারাগার থেকে ১৯৮৭ সালে কুড়িগ্রাম জেলা কারাগারে রুপান্তরিত হয়। প্রায় ১৬ একর জায়গা নিয়ে কারাগারের অবস্থান। তবে যার মুল কারাগার ৪ একর।