ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, রোববার, ১৯ মার্চ ২০২৩ : বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যা দমনে ভূমিকা রাখে র্যাব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
রোববার (১৯ মার্চ) কুর্মিটোলায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধনামন্ত্রী বলেন, যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে র্যাবের ক্ষতি করতে চেয়েছিল তাদের চিহ্নিত করতে হবে।
সরকার প্রধান আরও বলেন, র্যাব প্রতিষ্ঠার ১৯ বছর কেটে গেছে। এ সময়ে সারা দেশে ১৫ ব্যাটালিয়নের এই বাহিনী বহু শ্বাসরুদ্ধকর অভিযানে নাশকতা-সন্ত্রাসবাদ দমন ছাড়াও জনকল্যাণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
Advertisement
প্রধানমন্ত্রী বলেন, রমজান হলো কৃচ্ছ্রতার মাস। আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হলো রমজানে কিছু মানুষের মুনাফা লাভের অভিলাষ বেড়ে যায়। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবাই নজর না দিয়ে বরং এর উল্টোটা ঘটে।
এ সময় র্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, রমজান এলে আরেকটি কাজ হয়, সেটি হলো খাদ্যে ভেজাল দেয়া; এছাড়া নকল প্রসাধনী এবং জাল মুদ্রা তৈরির চক্র সক্রিয় হয়। এসবের বিরুদ্ধে র্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
Advertisement
শেখ হাসিনা বলেন, আমাদের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; মজুতদারি যাতে কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এখনো সে পর্যায়ে যায়নি, যাবেও না।
Advertisement
প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণেই আজকের এই বদলে যাওয়া বাংলাদেশ।