ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১২ মার্চ ২০২৩ : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসনব্যবস্থা ও সরকারি কর্মচারীদের নিয়ে প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা গেয়েছিলেন ‘সরকারি কর্মচারী’ শিরোনামে জীবনমুখী একটি গান।
‘বারোটায় অফিস আসি দুটোয় টিফিন, তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়’-এমন কথামালায় সাজানো গানটি এরই মধ্যে ২৫ বছর পাড়ি দিয়েছে।
মুক্তি পাওয়ার পরই গানটি দারুণ জনপ্রিয় হয়। মূলত বেকার যুবকদের কাছে এ গান আলাদা আবেদন নিয়ে হাজির হয়েছিল। তাদের মনের কথাই যেন এ গানে উঠে এসেছে।
সম্প্রতি এ গানটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বভাব খুব একটা বদলায়নি।’
Advertisement
তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আজ, এত বছর পর সরকারি কর্মচারী বা তাদের অবস্থা নিয়ে কী আপনার মতামত বদলেছে? কিংবা আপনার গানের প্রাসঙ্গিকতা কী একটুও কমেছে?’
Advertisement
উত্তরে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন মমতা ব্যানার্জি সরকারের ঘনিষ্ঠ নচিকেতা চক্রবর্তী বলেন, ‘অবস্থা খুব একটা বদলায়নি। কিন্তু কিছু বদল আবার হয়েছেও। আসলে যা পরিকাঠামো আছে তাতে পুরো বদল হওয়া সম্ভব নয়।’
Advertisement
তিনি আরও যোগ করেন, ‘মোদ্দাকথা, মানুষ যখন আজও এ গান শোনে, তখন বুঝতে হবে, মানুষ আজও ভুগছে। তারা আজও ভুক্তভোগী। সে গানটি শুনে হাততালি দিচ্ছে মানে সে এখনো সাফার করছে। বিষয়টা প্রাসঙ্গিক না হলে মানুষ সেই গান শুনবেন কেন?’