ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাটোর প্রতিনিধি,রোববার, ১২ মার্চ ২০২৩ : নাটোরের লালপুরে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে প্রবাসীর ইমো হ্যাক করে প্রতারণার অভিযোগ রয়েছে।
Advertisement
শনিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে লালপুর উপজেলার বিরোপাড়া ও বিলমারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
আটকরা হলেন- আরিফ (২৪), বিজয় সরদার (২২), মোহন (২৪) ও আল আমিন(২০)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফাহাদ হোসেন জানান, সংঘবদ্ধ চক্রটি গত ২ মার্চ চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সৌদি প্রবাসী জাকির হোসেনের ইমো একাউন্ট হ্যাক করে।
Advertisement
পরে প্রতারণার মাধ্যমে তার স্ত্রীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার র্যাবের কাছে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, আটকদের কাছ থেকে ১১টি মোবাইল ও ১৭টি সিম কার্ড উদ্ধার করা হয়। রোববার (১২ মার্চ) সকালে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।Advertisement