বনলতা সেনের শহরে নারীদের রূপকথা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাটোর প্রতিনিধি,বুধবার, ০৮ মার্চ ২০২৩ : আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন..’-নাটোরে কবি জীবনানন্দ দাসকে বনলতা সেন দু-দণ্ড শান্তি  দিয়েছিলেন কি না, তা জানা না গেলেও সেবা দিয়ে পুরো জেলার মানুষের হৃদয় জয় করেছেন সাত নারী। তারা  নাটোর জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা।

Advertisement

শুধু জেলার সাত উপজেলাতেই নয়- সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিচারক এমনকি পৌরসভার দুইটি মেয়র হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারীরা। জীবনানন্দ বেঁচে থাকলে আজ হয়তো তৃপ্তির ঢেকুর তুলতেন!

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গত কয়েকবছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নারীদের পদয়ান বেশি থাকলেও গত ২২ ফেব্রুয়ারিতে সিংড়া উপজেলায় মাহমুদা খাতুনের পদায়নের মাধ্যমে নারী নির্বাহী কর্মকর্তাদের শতভাগ পদায়ন নিশ্চিত হন।

Advertisement

সাত নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে নাটোর সদর উপজেলায় দায়িত্ব পালন করছেন সারমিনা সাত্তার, নলডাঙ্গায় রোজিনা আক্তার, বাগাতিপাড়ায় নীলুফা সরকার, লালপুরে শামীমা সুলতানা, বড়াইগ্রামে মারিয়াম খাতুন, গুরুদাসপুরে শ্রাবণী রায় এবং সিংড়ায় মাহমুদা খাতুন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী হাজারো পদক্ষেপ নিয়েছেন। এবার নাটোরে সেই পদক্ষেপের ষোলকলা পূর্ণ হলো।

তিনি বলেন, মেধা, দক্ষতা ও চ্যালেঞ্জ গ্রহণের একাগ্রতা নিয়ে নাটোরের পুরুষদের সঙ্গে সমানতালে নারী উপজেলা নির্বাহী অফিসাররা। তাদের সঙ্গে কাজ করার সুযোগটাও আনন্দের। কেননা এটা ইতিহাসের অংশ হয়ে গেলো।

তিনি আরও বলেন, শৃঙ্খলা ও সততার চর্চায় রীতিমতো পুরুষদের পেছনে ফেলেই এগিয়ে চলছে নারী কর্মকর্তারা। নানা চাপ মোকাবিলা করে প্রতিনিয়তই কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন প্রতিটি ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় জেলার নারীরা।

Advertisement

 

লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, আমি মনেকরি নারী কর্মকর্তা মানেই একটি ইতিবাচক এবং শক্তিশালী শব্দ। অনেকেই মনে করেন এটি একটি দুর্বলতা। কিন্তু আমার মনে হয় নারীরা মায়া-মমতা এবং দরদ দিয়ে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার বলেন, এটি নিশ্চয় আমাদের জন্য সৌভাগ্যের। অসহায় নারীরা যখন বিশ্বাস করে তাদের মনের কথা খুলে বলেন এবং ভরসা করেন ন্যায় বিচার পাবার তখনই একজন নারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রশান্তি এবং সার্থকতা বোধ হয়।

নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, নারীদের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন তার উজ্জ্বল উদাহরণ হলো নাটোরে সব উপজেলায় নারী নির্বাহী কর্মকর্তার পদায়ন। নারীদের এমন ক্ষমতায়নের জন্য শেখ হাসিনাকেই ক্ষমতায় থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

 

সম্মিলিত সাংস্কৃতিক জোট নাটোর জেলা কমিটির সভাপতি উম্মে খাইরুন নাহার বিজলী বলেন, এক সময় নাটোরের মেয়েরা ঘরকন্যার কাজ ছাড়া কিছুই করতো না। রান্না করা, গোবর তোলা এসবই যেন ছিল নাটোরের মেয়েদের কাজ। এখন এই সকল ইউএনও’দের দেখে তরুণীরা উজ্জীবিত হবে। মেয়েরা দেশ গড়ার কাজে আরও অবদান রাখতে অনুপ্রাণিত হবে।

নাটোর মহিলা পরিষদের সভাপতি শ্যামা বসাক বলেন, নারীর ক্ষমতায়নের যে আন্দোলন মহিলা পরিষদ করেছে তা যেন এখানে সফল হয়েছে।