কুমিল্লায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয়ে প্রতারণা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), কুমিল্লা প্রতিনিধি, বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের পরিচয়ে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ (ডিবি)।

Advertisement

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লুন্দী এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ (৪৬), একই এলাকার সুলতান খন্দকারের ছেলে জামান খন্দকার (৩৭) এবং রায়েরকান্দি এলাকার সারোয়ার ফকিরের ছেলে মোহাম্মদ রিপন ফকির (৪৩)।

Advertisement

জেলা পুলিশ সুপার বলেন, গত ১১ই ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার মরিময় বেগম ও তার স্বামী শরিফুল ইসলাম কামাল নাতি ফাহিমকে উক্ত পদের জন্য আবেদন করতে বলেন।

ফাহিম আবেদন করে জানতে পারে, লায়ন মেরাজ নামে একজন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আছেন। তিনি তদবির করলে চাকরি হবে। এরই পরিপ্রেক্ষিতে লায়ন মেরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি ৩ লাখ টাকা দাবি করেন। পরে তিনি আরো ২ লাখ টাকা দাবি করেন এবং বিকাশ ও নগদ নাম্বার দেন।

Advertisement

সে অনুযায়ী গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ৬ লাখ টাকা তাকে দেয়া হয়। কিন্তু গত ২৭ ফেব্রুয়ারি নিয়োগের লিখিত পরীক্ষার ফল দিলে উক্ত ফলে নাতির নাম না থাকলে মরিময় বেগমের সন্দেহ হয়। তখন তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপারের সরকারি মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে পুলিশ সুপার এ বিষয়ে কিছু জানেন না বলে তাকে সরাসরি অফিসে আসতে বলেন। তখন মরিয়ম বেগম বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Advertisement

উক্ত ঘটনায় মরিয়ম বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুরাদনগর থানায় প্রতারণা মামলা হয়। পরে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় ডিএমপি ঢাকা ও মাদারীপুর জেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল আসামী লায়ন মেরাজকে সহযোগীসহ গ্রেপ্তার করে।

আসামিদের নিকট থেকে আত্মসাৎকৃত টাকা এবং প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।