ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ : ঢাকার রাস্তায় রাতে এক নারী চিকিৎসককে প্রাইভেট কারে তুলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও ওই নারী অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল ও হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই নারী চিকিৎসক নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন। তিনি বলেছেন, পূর্বপরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তাঁর গাল, কপাল, গলা ও বাঁ হাতের বাহুতে জখম করেন। তিনি বাহুতে জখমস্থলে সেলাই করার স্থানটিও দেখান।
Advertisement
ভিডিওতে নারী চিকিৎসক বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে দায়িত্ব পালন শেষে রিকশায় তাঁর লালবাগের বাসায় ফিরছিলেন। সঙ্গে তাঁর ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁর রিকশার গতি রোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাঁকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তাঁরা সবাই তাঁর পূর্বপ
রিচিত।
ওই নারী বলেন, ‘আমি রাস্তায় কথা বলতে না চাইলে তাঁরা আমাকে জোরপূর্বক টেনে গাড়ির ভেতরে নিয়ে মাঝখানে (পেছনের আসন) বসান। এ সময় আমার ছোট ভাইকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেন তাঁরা। আমি চিৎকার দিয়েছিলাম। কিন্তু আশপাশে কেউ ছিল না।’
Advertisement
ওই নারী আরও বলেন, মশিউর গাড়ি চালাচ্ছিলেন। রাস্তাও অন্ধকার ছিল। একপর্যায়ে লালবাগ থানার কাছে পৌঁছে যান তাঁরা। তখন রাস্তার পাশের রিকশার গ্যারেজগুলো বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘এ সময় তাঁরা আমাকে মারধর ও শ্লীলতাহানি করে। এতে আমার শরীর কেটে–ছিঁড়ে গেছে। একপর্যায়ে আমি জোর করে গাড়ির দরজা খুলি এবং পড়ে যাই।’ এ সময় পাশের রিকশার গ্যারেজ থেকে লোকজন ছুটে এসে তাঁকে টেনে তোলেন বলে জানান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।