কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুরে বেড়েছে কিশোর গ্যাং’য়ের উৎপাত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাজহারুল ইসলাম প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ : কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামে রাস্তায় রাস্তায় বাড়ির অলিগলিতে বেড়ে চলছে কিশোর গ্যাং এর উৎপাত অপরাধ৷ মানছেনা কোনো বিধিনিষেধ৷ এমন উৎপাত আগে হলেও করোনাকালীন সময়ের পর থেকেই অপরাধের মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় এবং বাড়ছে দলের পরিধি ৷ দিনের সকাল হতেই শুরু হয় ইভটিজিং৷ বিশেষ করে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাই ইভটিজিংয়ের বেশি ভুক্তভোগী৷ পাশাপাশি রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাঝেমধ্যে এমন পরিস্থিতির শিকার হয়ে থাকে তা জানা যায়৷

Advertisement

এসব অপরাধীরা স্কুল-কলেজে যাওয়া-আসার সময় রাস্তার কিছু স্থান বেছে নেয়৷ এমন রাস্তাগুলো মূলত ফাঁকা হওয়ার কারণেই এই দুষ্কৃতকারীরা তাদের জন্য নিরাপদ মনে করে৷ আর যেসব রাস্তাগুলো তারা সুবিধাজনক মনে করে সেগুলো সাধারণত ছাত্রছাত্রীদের জন্য একটু সহজ সরল পথ৷এসব অপরাধীরা কলেজ গেইট এর প্রায় একশো গজ দক্ষিণের মূল রাস্তা ও তা হতে বাশগড়ি গ্রামের উত্তর পাশ ও রামকৃষ্ণপুর কবরস্থানের পাশ দিয়ে কলেজ রোড হতে পূর্ব দিকের রাস্তাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত, রামকৃষ্ণপুর বেসিক সেন্টার থেকে রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয়ের মূল গেইট পর্যন্ত, জমিদার নারায়ণ রায়ের বাড়ি থেকে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেইট হয়ে পূর্বে আরও প্রায় দু’শ গজ পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে৷

 

Advertisement

এছাড়া উল্লেখিত কবরস্থানের রাস্তাটির পরে একটু বিশ্রামাগার ও হিন্দু সম্প্রদায়ের শষান পর্যন্ত ছাত্রীদের সামনে গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক সেবন করে এই কিশোর ছেলেরা৷ রাতে শসানের ভিতর মদ,গাঁজা, ইয়াবা সেবন এবং জুয়ার আসর বসায়৷অধিকাংশ এই কিশোর গ্যাং এর সদস্যদের হাতে দা,কাচি,ছুরি,ক্ষুরসহ বিভিন্ন অস্ত্রপাতি দেখা যায় এবং গভীর রাতে তারা সমাজের অলি-গলিতে দেখা যায় এবং বিভিন্নরকম চুরির ঘটনাও ঘটায় এমন অনেক অভিযোগ পাওয়া যায়৷ এমন খবর একাধিক সূত্রে জানা যায়৷
এলাকার এমন পরিস্থিতির কারণে এলাকাবাসী মধ্যে চরম আতংকের প্রকাশ পাওয়া যায় এবং পুলিশের সহযোগিতা আশা করে৷

Advertisement