ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণে কাল (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা তার নিমন্ত্রণ গ্রহণ করায় তিনি খুশি।
এই সফরে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যোগ দেবেন মিঠামইনে আওয়ামী লীগের জনসভায়।
Advertisement
হাওর অঞ্চলের জন্য খ্যাত কিশোরগঞ্জ। ষষ্ঠ শতকের দিকে ব্রহ্মপুত্র নদের তীরে স্থানীয় কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোরের গড়ে তোলা গঞ্জই সময়ের পরিক্রমায় হয়ে ওঠে কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলাতেই রয়েছে, দেশের অন্যতম বড় হাওর নিকলী ও ইটনার হাওর। বর্ষার সময় এসব হাওর রূপ নেয় সাগরের মতো। যেদিকে চোখ যায় শুধু বিস্তৃত জলরাশি।
এই হাওরে একদিকে যেমন দেশের গুরুত্বপূর্ণ মৎস্যভান্ডার। তেমনি শস্যভাণ্ডারও। হাওরের দিগন্ত বিস্তৃত এই হাওর মাছের অবাধ প্রজনন ক্ষেত্র। যেখানে বছরে একবারই ফসল ফলানো যায়। আর বাকি সময় পুরো এলাকা থাকে জলমগ্ন। এ কারণেই জেলার শ্লোগান- উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা।
দুই বারের রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করতে যাওয়া মোহাম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে ২৬ বছর পর মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে একদিন আগেই হেলিকপ্টারে উড়ে নিজ গ্রামে পৌছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিজে উপস্থিত থেকেই আপ্যায়ন করতে চান বঙ্গবন্ধু কন্যাকে।
মিঠামইন হেলিপ্যাডে নামার পর সেখানের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে নিজ বাসভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তার বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি খুব খুশি উনি আমার বাড়িতে আসছেন। পরিবারের সবাই খুব খুশি।
আবদুল হামিদ বলেন, টুঙ্গিপাড়া কতবার গেছি সেটা হিসেব করে বলতে পারবো না। যতবারই গেছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নেই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাকে রিসিভ করতে এসেছি।
শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তার বাড়িতে আসছেন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিলো না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাবো, আগে এখানে লঞ্চ ভিড়তো।
তিনি বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন। কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারের জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।
এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
Advertisement
হাওরের রকমারি মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে জানিয়ে তৌফিক বলেন, রুই, কাতল, চিতলসহ যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের চেষ্টা করবো।
২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি। তিনি হাওরের নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর সফর করবেন।
রাষ্ট্রপতির সফরের মধ্যেই দীর্ঘ দুই যুগ পর মঙ্গলবার সকালে মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।
এরপর রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর জন্য থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন। খাবারের মেন্যুতে থাকবে হাওরের মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির।
আর ওই দিন বেলা তিনটায় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এজন্য প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ।
কিশোরগঞ্জের জনসভায় লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগে ১৯৯৮ সালে মিঠামইনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।