শিক্ষার্থী নির্যাতনের দায়ে ইবি ছাত্রলীগের ৫ নেত্রী বহিষ্কার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচ ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে তাদের বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল থেকে বহিষ্কার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।

প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে।
Advertisement

এতে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে দেশরত্ন শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। এছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।