ফুটপাত বন্ধ রেখে উন্নয়ন কাজ, চরম ঝুঁকিতে নগরবাসী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ : রাজধানীর কারওয়ান বাজারে ফুটপাত বন্ধ রেখে চলছে মেট্রোরেলের কাজ। বিকল্প পথ না রাখায় যানবাহনের ফাঁক গলে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অব্স্থায় চরম ঝুঁকিতে নগরবাসী।

তথ্যমতে, বিকল্প ব্যবস্থা না করেই প্রায় ৪ মাস ধরে কারওয়ান বাজারে ফুটপাত বন্ধ রেখে চলছে মেট্রোরেলের স্টেশন নির্মাণ কাজ। যান চলাচলের পথও এখানে সরু। যেটুকু অবশিষ্ট আছে সেপথ দিয়েই ছুটছে বাস, প্রাইভেটকার আর মোটরসাইকেল। পথে জমেছে পানি। তারমধ্যে দিয়েই হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা।

Advertisement

সরকারি উন্নয়ন প্রকল্প অনুমোদন ও সংশোধন নির্দেশিকা ২০২২-এ বলা আছে, সড়ক-মহাসড়কের আওতায় যেকোনো প্রকল্পে বিকল্প চলাচলের ব্যবস্থা রাখতে হবে। অথচ, এমন নির্দেশনা এখানে মানা হয়নি। বিষয়টি নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

এমন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের উদাসীনতা আর সেবা সংস্থার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ।

তিনি বলেন, যারা মেট্রোরেল তৈরি করছে তাদের সঙ্গে পুলিশের ট্র্যাফিক বিভাগসহ অন্যান্য সংস্থার নিয়মিত যোগাযোগ করে সমন্বয় করা যেত। এমন সমন্বয়হীনতার দায় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।

Advertisement

উন্নয়ন যদি সাধারণ মানুষের জন্যই হবে, তাহলে দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান নগরবিদরা।