ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পঞ্চগড় প্রতিনিধি,রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ : এক সময় ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কবিতা লিখতেন, পাশাপাশি বাঁশ-বেত ও কাঠ দিয়ে ভাস্কর্য তৈরি করতেন পঞ্চগড়ের কবি ও কারুশিল্পী লুকাস দাস। করুণ সুরে গানও করতেন, কিন্তু এখন হেপাটাইটিস বি এবং যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিন গুনছেন তিনি।
চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিস্ব হওয়া এই গুণী মানুষটি এখন পথ চেয়ে আছেন, অন্যের আর্থিক সহায়তার।
Advertisement
কাঁঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করা পঞ্চগড়ের নিভৃত পল্লীর এ শিল্পী বাঁশ দিয়েও তৈরি করেন দৃষ্টিনন্দন সব আসবাবপত্র। ফাঁকে ফাঁকে চলে সাহিত্য চর্চাও করতেন। ভ্যান টেনে চলতো তার সংসার। তবে কঠিন ব্যাধি আর দারিদ্রতায় পুড়ে অঙ্গার হওয়া লুকাসের জীবনে আসেনি কখনো বসন্ত।
কয়েক বছর ধরে হেপাটাইটিস বি ও যক্ষ্মা রোগে আক্রান্ত, লুকাস। পরিবারের ঘানি টানতে টানতে কখন যে শরীরে কঠিন অসুখ বাসা বেঁধেছে টেরই পাননি তিনি।
নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিশীল কুটির ও হস্তশিল্পের কাজ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আর পূরণ হলো না তার। চিকিৎসা করিয়ে নিস্ব হয়ে এখন একটু ভালোবাসা আর সহানুভূতির আশায় চাতক পাখির মতো অপেক্ষায় আছে লুকাসের পরিবার।
Advertisement
লুকাসসহ তার শিল্পকর্মকে বাঁচাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান, স্থানীয়দের।
প্রতিবেশীরা বলছেন, লুকাস দাসের সংসার আগে ভালো চলত। কিন্তু অসুস্থ থাকায় এখন আর আগের মতো সংসার চলে না। সরকার যদি তাকে সহায়তা করত তাহলে ভালো হতো।
গুণী এই শিল্পিকে বাঁচাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসফিকুল আলম হালিম বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সহায়তা করার জন্য। পাশাপশি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি তার পাশে দাড়ানো জন্য।