ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ : সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার (১৫ই ফেব্রুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রলীগ। তদন্তের স্বার্থে সেই নির্যাতিতা ছাত্রীকে রোববার ক্যাম্পাসে ডেকেছে ছাত্রলীগের তদন্ত কমিটি।
Advertisement
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (রবিবার) আমাদের তদন্ত কার্যক্রমের শেষদিন। এজন্য তদন্তের স্বার্থে আগামীকাল সকালে ফুলপরীকে ডাকা হয়েছে। আমরা তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। ওই মেয়ের নিরাপত্তা নিয়ে কোন ঝামেলা হবে না। এছাড়াও কাল তাঁর সাক্ষাৎকার নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানান তিনি।
এদিকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা হলে ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। ভুক্তভোগী বলেন, তারা আমাকে জানিয়েছে। তবে, প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করলে আমি যেতে পারি।
না হলে যাওয়া সম্ভব নয়।
Advertisement
সংগঠন সূত্র জানায়, ছাত্রী নির্যাতনের ঘটনায় ১৫ই ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুন্সি কামরুল হাসান অনিককে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সংগঠনটি। কমিটির অন্য সদস্যরা হলেনÑ সংগঠনটির সহ সভাপতি বনি আমিন, সহ সভাপতি রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এদিকে কমিটি গঠন করার শনিবার চতুর্থ কার্যদিবস তাদের। রবিবার শেষ হচ্ছে তাদের তদন্ত কার্যক্রম।
সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রলীগে কোন অপরাধীর ঠাঁই হবে না। আমাদের শাখা ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমরা তার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি করেছি। যারা তদন্ত কমিটির দায়িত্বে আছে তারা ইতোমধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। তথ্য উপাত্তর উপর ভিত্তি করে অভিযুক্তদের উপর কোনো অভিযোগ পাওয়া গেলে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক বরাবর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো।
Advertisement
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন।