ভারতে দুই বাংলাদেশি জাহাজের সংঘর্ষ, ডুবলো একটি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ : ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটি ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া জাহাজ থেকে ৯ ক্রু উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় হুগলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনা কবলিত জাহাজের নাম এমভি রাফসান হাবিব -৩।

একটি জাহাজটির নাবিকরা জানিয়েছেন, ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজটির এক কর্মীর দাবি, সঠিক দিকনির্দেশনা মেনে না চলায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে আসা একটি খালি জাহাজটি ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে যাত্রা করা অপর জাহাজে ধাক্কা দেয়। এতে মাঝ নদীতেই ডুবতে শুরু করে ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি। তখন নাবিকরা ওই অবস্থায় জাহাজটি নদীর কিছুটা তীরে নিয়ে আসতে সক্ষম হয়। তবে ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। ইতিমধ্যেই জাহাজটির প্রায় ৯০ শতাংশ নদীতে তলিয়ে গিয়েছে।

Advertisement

ডুবে যাওয়া বাংলাদেশে জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল জানান, আমরা বাম দিক দিয়ে যাচ্ছিলাম, এসময় আরেকটি জাহাজ এসে ধাক্কা দেয়। ওই সময় একই জায়গায় আরও পাঁচটি জাহাজ ছিল।

Advertisement

তার দাবি, শুধু কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটেনি। ধাক্কা দেওয়া জাহাজটি সঠিক দিকনির্দেশনা না মেনে চলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।