মহানবী (সা.)-কে কটূক্তি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শরীয়তপুর প্রতিনিধি,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করায় শরীয়তপুরের এক মুসলিম বাবা তার ছেলেকে ত্যাজ্য করেছেন।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে লিখিতভাবে হলফ নামায় ছেলে রাজিব মুন্সি (৩০)কে ত্যাজ্য করেন বাবা সেলিম মুন্সি। এদিন রাতেই ধর্মীয় সম্প্রীতিতে আঘাত ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে পালং থানায় রাজিব মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে।

Advertisement

শুক্রবার সকালে সেলিমের বড় ছেলে ফিরোজ মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম মুন্সির বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া-সিংগারিয়া। আর অভিযুক্ত ছেলের নাম মো. রাজিব। রাজিব এখন জার্মান আছেন বলে জানা যায়।

জানা যায়, বুধবার থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অকথ্য ভাষা ব্যবহার করার ৪ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে অনেকে ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন। রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Advertisement

বাবা মো. সেলিম মুন্সি জানান, “আমি এই মর্মে হলফ পূর্বক ঘোষণা করছি, আমার ধর্ম ইসলাম এবং আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা। আমার হলফ করার আইনগত অধিকার আছে। আমার দুই ছেলে তিন মেয়ে বর্তমান জীবিত আছে। আমার ছোট ছেলে মো. রাজিব। সে কয়েক বছর যাবত ইসলাম বিরোধী মনোভাব নিয়ে চলছিলো। ”

কিন্তু তাকে অনেক বুঝিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারিনি। সে আমাদের কোন কথা না মেনে বেপরোয়াভাবে চলাফেরা করে। এ সব খারাপ কাজ ও বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে আমি তাকে সঠিকভাবে জীবন-যাপন করার পরামর্শ দেই। কিন্তু সে আমার পরামর্শ না মেনে আমার ও পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে সরে যায়। তার উক্তরুপ আচারণের কারণে জনসম্মুখে আমরা নানা প্রকার প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

৬ মাস আগে আমাদের পরিবারকে কিছু না জানিয়ে রাজিব বিদেশ চলে যায় ও আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গতকাল থেকে রাজিবের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটিতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় আমি বিরক্ত ও মনে গভীর কষ্টে ভুগছি। তাই আমার ছেলে রাজিবের সঙ্গে বাবা-ছেলের সম্পর্ক ছিন্ন করার মনস্থ করি। আজ থেকে বাবা-ছেলের সম্পর্ক ছিন্ন করলাম। রাজিব আমার ছেলে না এবং আমি তার বাবা নই।

Advertisement

রাজিব আমাকে বাবার পরিচয় নিয়ে কোন কার্যকলাপ করলে আমি দায়ি না। আমার স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলাম। আমি রাজিবকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম।

আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ মোল্লা বলেন, রাজিব সরকারি তিতুমীর কলেজের ছাত্র ছিলেন। কয়েক বছর যাবৎ ইসলামবিরোধী মনোভাব নিয়ে ও বেপরোয়াভাবে চলছিলেন তিনি। পরিবার থেকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। চলতি বছর জার্মানিতে যান রাজিব। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তার পরিবারের লোকজনকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। তারা ধার্মিক পরিবার। কিন্তু রাজিবকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মামলার বাদী পালং মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদ রনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Ahmed Shakil’ নামক ফেসবুক আইডিতে নবী হজরত মুহাম্মদ (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তির অনেক ভিডিও পাওয়া যায়। ফলে এলাকায় ধর্মীয় উসকানি ও ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে যেকোনো সময় এলাকার পরিস্থিতির অবনতি হতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে রাজিব মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করি। যেকোনো ধর্মকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কারও কাম্য নয়।