ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : অমর একুশে বইমেলায় ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন বই প্রকাশ করেছেন বিএনপির স্থানী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
Advertisement
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বইমেলায় অনন্যা প্রকাশনীর স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘বইটি বেশ সাড়া ফেলবে বলে আশা করি। কারণ, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে এমন বই খুব কমই রয়েছে। আমি কখনো সরকারের কখনো বিরোধী দলের হয়ে দেশের ও মানুষের জন্য কাজ করেছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে নানা বিষয় তুলে ধরেছি, যা শিক্ষণীয়।’
Advertisement
বিএনপির এই নেতা বলেন, ‘এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতাসহ নানা বিষয় এখানে লেখা আছে। ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহ লেখা হয়েছে।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বইপ্রেমীরাও ভিড় করেন প্যাভিলিয়নে। এ সময় মুহূর্তেই প্রথম দিনে নিয়ে আসা ১৫০টি বই বিক্রি হয়ে যায়।
‘মূল্যবোধ অবক্ষয়ের খন্ডচিত্র’ এবং ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ নামে দু’টি নতুন বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইগুলোর রচয়িতা দেশবরেণ্য রাজনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত¡ বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।