ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ : হঠাৎ খালেদা জিয়া ইস্যুতে নমনীয় আওয়ামী লীগ। রাজনীতি করলে তার মুক্তির শর্ত লঙ্ঘনের কথা বলা হচ্ছিলো এতোদিন। কিন্তু গত কয়েকদিন ধরে ভিন্ন কথা বলছেন নেতারা। যা এখন রাজনীতির মাঠে নতুন এক ইস্যু।
Advertisement
কেন এমন অবস্থান ক্ষমতাসীনদের? কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? মাত্র মাস তিনেক আগে খালেদা জিয়া ইস্যুতে এমন অবস্থান ছিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর এমন শর্তের কথা জানানো হয়েছিলো।
গত তিন বছর ধরে তিনি গুলশানের বাসায় বসবাস করছেন। এই সময়ে মধ্যে কয়েকবার তার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি থেকে দাবি জানানো হয়। তবে মুক্তির শর্তে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাতে সরকারের কোন সাড়া মেলেনি।
Advertisement
খালেদা জিয়ার মুক্তির শর্তে কী কী ছিলো, তা অবশ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া সবারই অজানা। বিএনপি কিংবা খালেদা জিয়ার পরিবারের পক্ষেও এ নিয়ে তেমন কিছুই জানানো হয়নি। তাই, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন বলে ক্ষমতাসীন নেতাদের বক্তব্য, রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রবীণ সাংবাদিকের মতে, গত দুটি জাতীয় নির্বাচন দেশে-বিদেশে সমালোচিত। তাই আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে ক্ষমতাসীনদের মধ্যেও একধরনের তাগিদ রয়েছে। কিন্তু বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে অনড় থাকায় নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। ফলে খালেদা জিয়া প্রশ্নে ছাড়ের মনোভাব তাদের।
Advertisement
শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের এ কৌশলী অবস্থান কতোটা কাজে লাগে বা বিএনপিকে নির্বাচনে আনতে পারার চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে সরকার? তা সময়ই বলে দেবে।