ভালো কাজ করলে খাবার! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ : টাকা নেই, তাতে কী? দুপুর, বিকেল কিংবা রাতের খাবার মিলবে হোটেলে। আজগুবি শোনালেও প্রায় দুই যুগ ধরে এমন হোটেল চলছে রাজধানীতে। তবে এ জন্য দিনে অন্তত একটি করে ভালো কাজ করতে হবে। পথশিশু, ছিন্নমূল, অসহায় ও ভবঘুরেদের জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছে ‘ভালো কাজের হোটেল’।

Advertisement

নেই সাজানো-গোছানো টেবিল, চেয়ার কিংবা খাবার বিল। ফুটপাথের ওপরই চলছে দুপুরের খাবারের আয়োজন। রাজধানীতে ব্যতিক্রমী এই রেস্তোরাঁর নাম ‘ভালো কাজের হোটেল’। মূলত দিন এনে দিন খাওয়া মানুষদের দু’বেলা খাবারের ব্যবস্থা করতে ২০০৯ সালে এই হোটেলের যাত্রা।

Advertisement

প্রতিদিন দুপুর থেকেই কারওয়ানবাজার মোড়ে জড়ো হতে থাকেন শত শত ভাগ্যবিড়ম্বিত মানুষ। শুধু কারওয়ানবাজার না, প্রতি দুপুরে সাতরাস্তা মোড়েও চলে এমন আয়োজন। বনানীতে হোটেল খোলে বিকেলে, কমলাপুর ও খিলগাঁওয়ে খাবার দেওয়া হয় রাতে। ঢাকার বাইরে চট্টগ্রামে প্রতি শুক্রবার এই সেবা দেওয়া হয়।

প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষের দশ টাকা করে চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে চলছে এই কর্মযজ্ঞ।

‘ভালো কাজের হোটেল’র সিনিয়র সমন্বয়ক সাকিব হাসান শাওন বলেন, ২০০৯ সাল থেকে আমরা উৎসবের দিনগুলোতে অসহায়দের জন্য ভালো খাবারের আয়োজন করতাম। ২০১৯ সাল থেকে আমরা সপ্তাহে একদিন এবং কোভিডের পর থেকে প্রতিদনই খাওয়ানোর প্রচেষ্টা চলছে। প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মানুষের জন্য খাবারের আয়োজন করছি।

ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে বাধ্য হয়ে খারাপ পথ বেছে নেন। মানুষকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হুমায়ূন আহমেদের ‘সবুজ ছায়া’ নাটক দেখে অনুপ্রণিত হন ভালো কাজের হোটেলের অন্যতম উদ্যোক্তা আরিফুর রহমান।

Advertisement

তিনি বলেন, পেট ভরে খাওয়ানোই না, আমরা মনে করি কেউ যদি প্রতিদিন একটা ভালো কাজ করার চিন্তা করে তাহলে সে আনমনে আরও পাঁচটা খারাপ কাজ করা থেকে বিরত থাকবে। সবাই ছোট ছোট ভালো কাজ করলে, একটা সময় ভালোতে ভরে উঠবে আমাদের চারপাশ।

প্রত্যেকের ছোট ছোট ভালো কাজ বদলে দিতে পারে সমাজকে। তাই সবার প্রতি দিনে অন্তত একটি ভালো কাজ করার আহ্বান উদ্যোক্তাদের।