ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ : সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরার সময় গলায় বাইনমাছ আটকে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
মারা যাওয়া কিশোরের নাম গোলাম রসুল (১৩)। সে কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।
Advertisement

প্রতিবেশীরা জানান, পুটুনি গ্রামের একটি বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলায় বাইনমাছ আটটে গেলে ছটফট করতে থাকে গোলাম রসুল। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় প্রতিবন্ধী এক শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
