পরিবহন চালক, সহকারীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতো ওরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪,কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চক্রটি আদায় করতো চাঁদা। এসব পরিবহনের চালক ও তাদের সহকারীদের দেখাতো ভয়ভীতি। গত সোমবার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালি এলাকা থেকে এই চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Advertisement

গতকাল র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ১০ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- জসিম, সোহেল, মোক্তার হোসেন, জুলহাস মিয়া, মোহাম্মদ আলী, মাহমুদুল রহমান মৃদুল, রাকিব, মানিক, মিঠু, রুবেল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি কাঠের লাঠি, ১১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।

 

Advertisement


এনায়েত কবীর শোয়েব বলেন, একইদিনে অপর আরেকটি অভিযানে ঢাকার কোতোয়ালি থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াইজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায়কালীন আরও ৬ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শুভ, শাহিন হোসেন, ইমন, জুবায়ের প্রধান, দুলাল ও নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৬টি রিসিট বই, ৬টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালিসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও তাদের সহকারীদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Advertisement