‘বাংলাকে ভালোবেসে ফেলেছি, এ ভাষা মিষ্টি ও সমৃদ্ধ’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ : ‘বাংলায় অনেক বেশি ব্যাকরণের নিয়ম। তবে আমি এ ভাষাকে ভালোবেসে ফেলেছি। ভাষা হিসেবে এটি খুবই মিষ্টি এবং সমৃদ্ধ’—কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখতে আসা অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাগনেস ইউশিকু সুনারকো।

 

বাংলা শেখার আগ্রহ ও সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ট্রিবিউনের সাথে আলাপকালে এ কথা বলেন সুনারকো।

২০১৪ সালে আমেরিকান সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে বাংলাদেশে আসেন তিনি। কোম্পানির বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন আরও একজন কর্মকর্তাই শুধু ইংরেজিভাষী আমেরিকান। বাকি সবাই বাংলাভাষী। তাই বাংলাদেশি সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) বাংলা শিখছেন। সুনারকো জানান, তিনি ওই কোর্সে এখন জুনিয়র লেভেলে রয়েছেন।

তিনি বলেন, আমেরিকান ওই কোম্পানিতে মালিক ছাড়া বাকি সবাই বাঙালি। সহকর্মীদের সাথে যোগাযোগ আরও সহজে করার জন্য বাংলা শিখছি আমি। বাংলাভাষী সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ করতে পারলে আমি কোম্পানিকে আরও ভালোভাবে সহায়তা করতে পারবো।

সুনারকো বলেন, বাংলা খুবই মিষ্টি একটি ভাষা। ভাষা হিসেবে এটি খুবই সমৃদ্ধ। আমি গত এক বছর ধরে আইএমএলে বাংলা শিখছি, খুব ভালো লাগছে।

Advertisement

বাংলা শিখতে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বাংলা একটু কঠিন মনে হচ্ছে। বাংলায় অনেক বেশি ব্যাকরণের নিয়ম। তবে আমি বাংলাকে ভালোবেসে ফেলেছি। এটি খুবই মিষ্টি একটি ভাষা। অনেক সমস্যাই হয় নতুন ভাষা শিখতে গিয়ে, আশা করছি আস্তে আস্তে সবই শিখতে পারবো।

Advertisement

বাংলাদেশের মানুষ ও এখানকার পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় অনেক মানুষ, খুবই ভিড় এখানে। তবে ঢাকার বাইরের দৃশ্য খুবই সুন্দর। আমি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে সমুদ্র খুবই সুন্দর। এখানকার মানুষ সবাই বন্ধুবৎসল।

Advertisement

একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি হয়তো অল্প জানি। বাঙালিরা ভাষার জন্য সংগ্রাম করেছিল এবং অনেকে জীবন দিয়েছিল। এটি আসলে খুবই আবেগের একটি জায়গা। আমি আমার ক্লাসে (ভাষা শিখতে গিয়ে) রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছি। রবীন্দ্রনাথের ছোট ছোট লেখাগুলো পড়তে খুবই ভালো লাগে।

অ্যাগনেস ইউশিকু সুনারকোভাষা ইনস্টিটিউটের সামনে অ্যাগনেস ইউশিকু সুনারকো

বাংলা শিখতে আইএমএলের কোর্সে ভর্তি হওয়া আরেক শিক্ষার্থী জুলিয়ান। মালয়েশিয়া থেকে এসেছেন তিনি। এখানে বাংলা শিখছেন নিজ দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে যোগাযোগ সহজ করতে।

জুলিয়ান বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়া গিয়ে কাজ করে। আমি বাংলা শিখছি যাতে করে আমি তাদের সাথে সহজে কাজ করতে পারি। শুধু ভাষা নয়, আমি তাদের সংস্কৃতি সম্পর্কেও জানতে এসেছি। যাতে তাদের সহজে মিশতে পারি।

তিনি জানান, গত বছরের অক্টোবরে বাংলা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশে এসেছেন তিনি। এলেমেন্টারি পর্যায়ের কোর্সে রয়েছেন তিনি। তাই এখনও এ ভাষাকে ঠিকভাবে বুঝে উঠতে পারেননি।

তিনি বলেন, আমি এসেছি, শিখছি, আরও শিখবো, উপভোগ করবো। তবে হ্যাঁ, বাংলা ভাষায় অনেক ব্যাকরণের নিয়ম রয়েছে। আমাদের দেশে আমরা সোজাসুজি লিখি, বলি। এখানে উচ্চারণেও পার্থক্য রয়েছে, আবার নিয়মও অনেক।

একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানেন কিনা জানতে চাইলে জু্লিয়ান বলেন, আমাদের দেশে হয়তো এটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে উদযাপন করা হয়। তবে এর ইতিহাস সম্পর্কে এখনও তেমন করে জানি না।