২০ সোনার বার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).ফরিদপুরের মধুখালী প্রতিনিধি, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ : ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় তাকে বালিয়াকান্দি থেকে আটক করা হয়। বিষয়টি সোমবার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেছেন মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম।

সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

Advertisement

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় রাসেল মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। যাওয়ার পথে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটলে রাসেল মিয়া ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে মধুখালী থানায় একটি মামলা দায়েরে করেন।

তিনি বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্লাকে তারা গ্রেফতার করা হয়। আদালতে রইচ মোল্লার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে রোববার সন্ধ্যায় মো. তৌফিক খান সাদিদকে বালিয়াকান্দি থেকে আটক করা হয়।

Advertisement

সোমবার তার রিমান্ড চেয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।