ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).ঢাকা প্রতিনিধি, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। সম্প্রতি দেশব্যাপী আলোচিত হচ্ছে দেশের সেরা বিদ্যাপীঠে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম। ঢাবি শিক্ষার্থীদেরও অপরাধে জড়িত হওয়ার প্রমাণ মিলছে।
Advertisement
পলাশীর মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। রাত ১২ টার পর থেকেই সুনসান হয়ে যায় এই রাস্তা। আশেপাশে নেই সিসিটিভি। কিছুদিন আগে পলাশী থেকে বকশীবাজারের রাস্তার বুয়েট অংশে গভীর রাতে একটি ট্রাকের গতিরোধ করে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। চালক ও হেলপারকে মারধর করে ছিনিয়ে নেয় ১৫ হাজার টাকা। প্রায় সাথে সাথেই পুলিশের হাতে ধরা পড়ে এই তিন জন। বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে এমন কর্মকান্ড করছিলো তারা।
টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত পুরো রাস্তায় নেই স্ট্রিট লাইট। তাই সন্ধ্যার পর এই কম আলোর সুযোগ নিয়ে প্রায়শই ঘটছে অপরাধ, অপকর্ম। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ রাস্তা দিয়ে যাতায়াতে অনিরাপদ বোধ করেন।
Advertisement
বইমেলা শুরু হবার পর টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কিছু আলোর ব্যাবস্থা করা হলেও তা এখনো অপ্রতুল। বাংলা একাডেমি থেকে দোয়েল চত্বরের পুরো অংশটাই অন্ধকারে মোড়া। কিছুদিন আগেই এই রাস্তায় বইমেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ছিনতাই করার সময়ে হাতেনাতে ধরা পড়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রাতে ক্রমশ অনিরাপদ হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টরিয়াল টিমের ভূমিকাও হচ্ছে প্রশ্নবিদ্ধ! তবে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে বেড়েছে পুলিশের টহল।
Advertisement
অপরাধে জড়িত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে সম্প্রতি ব্যাবস্থা নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরইমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি জড়িত নেতা কর্মীদের দল থেকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও।