উল্টো পথের পথিক ছাত্রলীগ

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).ঢাকা প্রতিনিধি,রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ : আগামী নির্বাচনের স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’ বলে ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে নিজেদের মধ্যে পালন করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিজেকে আত্মহুতির কথা বলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বাস্তবতার চিত্র ভিন্ন। যিনি ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিজেকে আত্মহুতি দেওয়ার কথা বলছেন তিনি হয়ে উঠছেন আতঙ্কের নাম। মুখে যা বলছে ঠিক তার উল্টো পথেই হাঁটছেন তিনি। দিন দিন ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে দলের নেতাকর্মী। ভারি হচ্ছে অভিযোগের পাল্লাও।
Advertisement
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে পুলিশ পরিচয়ে বইমেলার ৪ ক্রেতার কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত। এদিকে আজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেত্রী ও তার সহযোগীর বিরুদ্ধে। রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত তাকে মারধর-হেনস্তা, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
Advertisement
তারও আগে ২০২২ সালের আগস্টে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি দুই ছাত্রীকে আটকে রেখে মানসিক নির্যাতন করে। এ ছাড়া আরও একটি বড় ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জোর করে আবাসিক হলের সিট দখল, চাঁদাবাজির অভিযোগ আছে। চুরি-ছিনতাইয়ের অভিযোগও পাওয়া যায়। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদউদ্দিন খান বৃহস্পতিবার থেকে অনশন করেছেন।

চলতি বছর ১০ জানুয়ারি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে ছাত্রলীগের শাখার সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা লাঞ্ছিত করে। ১১ জানুয়ারি এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

গত ৭ ফেব্রুয়ারি ছাত্রলীগের এক নেতা চট্টগ্রামের এক কলেজ শিক্ষিকাকে ক্লাসরুমেই লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। গত ৩০ জানুয়ারি কুমিল্লায় ছাত্রলীগের নেতাকর্মীর হাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত লাঞ্ছিত হন।
Advertisement
শুধু এই নয়, এর বাইরে বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করা, মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলেরও সিট দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে ওঠে অহরহ। নিজেদের মধ্যে বিবাদ-সংঘাত তো আছেই, অন্য দলের অঙ্গ সংগঠনের সঙ্গে বিবাদে জড়ায় ছাত্রলীগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া যে সংগঠন আইয়ুব খান ও ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছিলো, আন্দোলন করেছিলো স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সেই সংগঠন এখন উল্টো পথের পথিক। যার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।