রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ : রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর চিড়িয়াখানা রোডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার করা ছিনতাইকারীরা হলেন- মো. মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮), এবং ড্রাইভার মো. হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসিন বলেন, গ্রেপ্তার তিনজনকে মিরপুরের রাইনখোলা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালীন গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে পুলিশ একটি প্রাইভেটকার, একটি চাপাতি, দুইটি ছুরি, একটি লাঠি, দুইটি ফিতা, ও একটি সানগ্লাস জব্দ করা হয়েছে।