ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ : রাজধানীর গুলশানে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা।
Advertisement
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র।
Advertisement
চন্দন কুমার মিত্র বলেন, অভিযানের সময় তারা মিয়া নামের এক ভিক্ষুক তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে তাকে ছেড়ে দেয়া হয়নি। সমাজ সেবা অধিদফতরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইটভাটা চালাতে ৬ কোটি টাকা ঘুষ দিতে চায় মালিক সমিতি!
আবদুল্লাহ আল বাকী বলেন, সরকার ঘোষিত ভিক্ষুকমুক্ত এলাকায় ভিক্ষাবৃত্তি দূর করতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১–এর আওতায় অভিযান চালানো হয়েছে। অভিযানে গুলশান থেকে ১৬ জনকে আটক করা হয়। এক নারী অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে জানিয়ে চন্দন কুমার বলেন, নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেয়া হবে।