ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ : রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। ভুয়া র্যাবের পরিচয়ে ডাকাতিতে জড়িত বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা।
Advertisement
নবাবগঞ্জে একটি ডাকাতির ঘটনায় সংগঠন দুটির তিন নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতির সময় বাসের সিসি ক্যামেরার ছবি দেখে তাদের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়।
৩১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গুলিস্তান থেকে কেরানীগঞ্জে যাচ্ছিল নবকলি পরিবহনের একটি বাস। বাসটি নবাবগঞ্জের কোনাখোলা এলাকায় পৌছালে একটি মাইক্রোবাস বাসটিকে থামায়।
এ সময় র্যাবের কালো জ্যাকেট পরা কয়েকজন বাসে ওঠার পর যাত্রীদের জানায় তারা দু’জন আসামিকে ধরতে বাসে উঠেছেন। ঘটনার হতচকিতায় যাত্রীরা ঘাবড়ে যায়।
পরে ডাকাত সদস্যরা বাসে বসে থাকা স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনকে টাকার ব্যাগসহ জোর করে বাস থেকে নামিয়ে তাদের নিয়ে মাইক্রোবাসেতে তোলে।
সেখানে তাদের চোখ-মুখ বেঁধে মারধর করে এবং অস্ত্র ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ৭১ লাখ টাকা ডাকাতি করে মুন্সীগঞ্জের শ্রীনগরের নিমতলা হাইওয়ের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় একদিন পর স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল মামলা করেন। মামলার পরদিন পুলিশ আভিযানে নামে।
সপ্তাহ দুয়েক তদন্তের পর পুরো চক্রটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, সুজন, রেহান, চালক কবির, মিল্টন, জাবেদ সিরাজুল, নয়ন বাবু, কামাল ও আ. রহমান সাজ্জাদ।
Advertisement
সিসি টিভিতে বাসে ডাকাতির ফুটেজ দেখে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরাণীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, এই চক্রের হোতা সুজন মন্ডল। তিনি রাজধানীর কোতোয়ালী থানার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সুজনের সাথে আরও দুজন মিল্টন ও জাবেদ কেরানীগঞ্জ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা।
Advertisement
চক্রটি মূলত রাজধানীর তাতীবাজারের স্বর্ণব্যবসায়ীদের টার্গেট করতো। দোকান থেকে স্বর্ণ কেনাবেচার টাকা নিয়ে যাবার সময় অস্ত্রের মুখে সেই টাকা ছিনতাই করতো তারা।
ঢাকা থেকে নবাবগঞ্জের রুটে প্রায় ডাকাতির ঘটনা ঘটছে। ঢাকা জেলা পুলিশ বলছে গত বছর ঢাকার ৪২টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছে ২১৩।