বিজ্ঞানী থেকে আবেদনময়ী মডেল রোজি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ : শো-বিজের আলো ঝলমলে দুনিয়ার প্রতি প্রায় সব পেশার মানুষেরই আকর্ষণ রয়েছে। অনেকে আবার সেই আকর্ষণের টানে পুরোনো পেশা ছেড়ে ঝাপ দেন এই মাধ্যমের অজানা ভবিষ্যতে। তাদের মধ্যে অনেকেই ঝরে পড়েন, আবার অনেকে হয়েছেন সফলও। তেমনই একজন রোজি মুর। আমেরিকার মানুষের কাছে দুঃসাহসিক একজন বিজ্ঞানী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু এখন পুরো বিশ্ব তাকে চেনে আবেদনময়ী মডেল হিসেবে।

Advertisement


রোজি নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করলেও ছাড়েননি পুরোনো পেশা। ২৬ বছর বয়সী রোজি পেশায় একজন ভূবিজ্ঞানী। সেই সুবাদে তাকে সারা দিন কাটাতে হয় অজগর, হাঙর ও কুমিরের মতো ভয়ংকর সব প্রাণীদের সঙ্গে। তিনি মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডেলরে বিচের কোস্টাল ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট টিমে কাজ করেন। আর মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর নানান আন্তর্জাতিক ব্র্যান্ডের হয়ে কাজ করছেন।

Advertisement

আবেদনময়ী এই বিজ্ঞানী মডেল নিজেকে দ্বৈত চরিত্রের মানুষ বলে দাবি করেছেন। তিনি আলোচিত দ্বৈত ব্যাক্তিত্ব হানা মান্টানার সঙ্গে নিজেকে তুলনা করেছেন। গণমাধ্যমে রোজি মুর বলেন, ইনস্টাগ্রামে মানুষ সব সময় আমাকে নিয়ে রসিকতা করে বলেন যে আমি হানা মন্টানার মতো। আমারও তাই মনে হয়। কারণ, আমি মডেলিং করবো আবার আমিই মাঠে ভয়ংকর কাজ করব! ভূবিজ্ঞানী  হওয়ায় কোমর পর্যন্ত কাদায় ডুবে থাকতে হচ্ছে, আবার যে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেকআপ করে, হাইহিল ও ঝকমারি পোশাকে হাজির হচ্ছি। এটাতো দ্বৈত চরিত্রই!

Advertisement

তিনি আরো বলেন, মানুষ আমাকে সম্মান করে। যখন তারা জানে আমার একটি উচ্চমানের ক্যারিয়ার আছে, অবার অন্যদিকে আমি মডেলিং করি। আমার এই জার্নিটা শুরু করি মূলত বিজ্ঞানকেন্দ্রিক কাজে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করতে। আমার বিজ্ঞান পেশার শুরুর দিকে গভীর পানির নিচে ডাইভ দিয়ে হাঙর ধরার ছবি তুলতে হতো, তখন থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।