চমেকে দালালের ভয়ংকর ফাঁদ, প্রেসক্রিপশন নিয়ে কাড়াকাড়ি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ : চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ৩৩ নম্বরসহ বিভিন্ন ওয়ার্ডে ভয়ংকর ফাঁদ পেতেছে দালালচক্র। চিকিৎসকের কক্ষ থেকে বের হলেই প্রেসক্রিপশন নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। দালালের পছন্দের ফার্মেসি থেকে দুই থেকে তিনগুণ বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করা হয় রোগীদের। নতুন রোগী ভর্তি হতে অন্তত ৫টি পয়েন্টে দিতে হয় টাকা। এমনকি সুযোগে বুঝে হাতিয়ে নেয় টাকা ও মোবাইলও।

ভুক্তভোগী রোগীর বাবা ইসমাইল বলেন, চট্টগ্রাম মেডিকেলে ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তির পর ওয়ার্ডবয় ও আয়ার সহায়তায় প্রেসক্রিপশন কেড়ে নেয় দালালচক্র। ফাঁদে পড়ে পূর্ব গেটের বি কে ফার্মেসি থেকে মাত্র ১১০০ টাকার ওষুধ কিনতে হয় দুই হাজার ৮০০ টাকায়।

Advertisement

কক্সবাজার থেকে আসা ৭০ বছর বয়সী মোস্তাফা আহমদ বলেন, শুধু প্রেসক্রিপশন নয়; নিরীহ রোগীদের অসহায়ত্বের সুযোগে দালালচক্র হাতিয়ে নেয় টাকাও। তারা কৌশলে তার ১১ হাজার টাকা কেড়ে নিয়েছে বলে জানান তিনি।

Advertisement
Advertisement