ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ : তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গাজিয়ানটেপের সেহিতকামিল জেলার একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম আদনান মুহাম্মেত কোরকুট।
Advertisement
উদ্ধারকারীদের তিনি বলেন, বেঁচে থাকার জন্য নিজের প্রস্রাব পান করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কোরকুট উদ্ধারকারীদের আরও বলেন, যে ‘আপনাদের আসার অপেক্ষায় ছিলাম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে সৃষ্টিকর্তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন’।
Advertisement
উদ্ধারকারী সদস্যরা প্রশ্ন করেন তিনি সেখানে অন্য কারও কোনো শব্দ শুনেছেন কি না। উত্তরে তিনি বলেন, সেখানে আমার একটি কুকুর আটকে আছে।
উদ্ধারকারীরা বলেন, আমরা কুকুরটিকেও খুঁজব।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
Advertisement