ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ : হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবা দেয়ার মধ্য দিয়ে নিজের নামে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে চান হিরো আলম।
গাড়িটি উপহার দিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান। তিনি হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন তিনি।
Advertisement
ফাউন্ডেশনের অর্থ কোথা থেকে আসবে এ সম্পর্কে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে আসছি। সিলেটে বন্যার সময় সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি, বগুড়ায় ত্রাণ কার্যক্রম ছাড়াও ঈদে গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছি। এখন ‘হিরো আলম ফাউন্ডেশন’–এর মাধ্যমে বড় পরিসরে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই। বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।’
এদিকে উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণার পর থেকে হিরো আলমের ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল জাগে উপহারের গাড়িটি হবিগঞ্জ নাকি বগুড়াবাসীর সেবায় ব্যবহার হবে।
Advertisement
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিরো আলম উপহারের গাড়িটির নাম দিয়েছেন। আর গাড়িটি কোন এলাকার মানুষের সেবায় ব্যবহার হবে সেই বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হিরো আলম লিখেছেন, একটি গাড়ি উপহার পেলাম। গাড়ির নাম ‘জনতার অ্যাম্বুলেন্স’, এই গাড়িটি হবে নন্দীগ্রাম-কাহালু বগুড়া উপজেলার জনতার অ্যাম্বুলেন্স।
গাড়িটি বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের জনগণের সেবায় কাজে লাগাবো। গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে জনগণের কল্যাণে ব্যবহার হবে। গরিব, অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষদের সেবায় এই উপহারটি (গাড়ি) উৎসর্গ করলাম।
আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যিনি (হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক মুখলিছুর রহমান) আমাকে এই গাড়িটি উপহার দিয়েছেন, তার প্রতি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সব জনসাধারণ এবং হিরো আলমের সব ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বগুড়া-৪ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছে। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সম্মানিত সব ভোটারদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আগামীতে জনগণ আমাকে তাদের প্রতিনিধি অবশ্যই করবে, ইনশাআল্লাহ।
Advertisement
এর আগে হিরো আলম উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে আসছেন, এই খবরে মঙ্গলবার সকাল থেকে চুনারুঘাটের নরপতি গ্রামে মানুষের ঢল নামে। চুনারুঘাট উপজেলা ছাড়াও হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর উপজেলা থেকেও উৎসুক মানুষ তাকে একনজর দেখতে আসেন।
গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
হিরো আলম বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।