ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : ইতিহাসের পুনরাবৃত্তি, আবারও জার্মান ট্যাংকের মুখোমুখি রাশিয়া। স্তালিনগ্রাদ যুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তিতে দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ট্যাংক পাঠানোর জার্মান সিদ্ধান্তকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।
Advertisement
জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে স্টালিনগ্রাদ যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকীতে নিহতদের শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলো রাশিয়া। ১৯৪২ সালের ১৭ জুলাই থেকে ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই যুদ্ধ চলে। রক্তক্ষয়ী সেই যুদ্ধে সেনা ও বেসামরিক মিলিয়ে ২০ লাখ মানুষের মৃত্যু হয়।
স্টালিনগ্রাদ যুদ্ধ সমাপ্তির ৮০তম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার ভলগোগ্রাদে যান পুতিন। স্টালিনগ্রাদের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সোভিয়েত মার্শালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুতিন বলেন, এটা অবিশ্বাস্য কিন্তু সত্য যে রাশিয়া আবারও জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির মুখোমুখি।
Advertisement
ইউক্রেন যুদ্ধে কিয়েভকে লেপার্ড ট্যাংক দিচ্ছে জার্মানি। রাশিয়া তাদের সীমান্তে ট্যাংক পাঠাচ্ছে না। তবে রাশিয়া যে জবাব দেবে, তা কেবল সাঁজোয়া অস্ত্রশস্ত্রে হবে না। সবারই সেটা বোঝা উচিত। এদিন ভলগোগ্রাদে সামরিক কুচকাওয়াজ দেখতে জড়ো হয় শহরটির লাখো বাসিন্দা।
একদিনের জন্য ভলগোগ্রাদ ফিরে পায় তার আগের নাম স্তালিনগ্রাদ। কয়েকদিন আগে এখানেই উন্মোচন করা হয় সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা, জোসেফ স্তালিনের বিশাল মূর্তি। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
Advertisement
এ যুদ্ধে ইউক্রেনকে পশ্চিমা যেসব দেশ সহায়তা করছে, জার্মানি তাদের অন্যতম। ৮০ বছর আগে, স্তালিনগ্রাদের যুদ্ধে প্রায় ৯১ হাজার জার্মান সেনা সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।