২৩০ ফুট নিচ দিয়ে চলবে পাতাল রেল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : দুইশ ত্রিশ ফুট নিচ পর্যন্ত দিয়ে চলবে পাতাল রেল। তিন তলা ষ্টেশনও হবে মাটি নিচেই। দেশের প্রথম পাতাল রেল তৈরিতে ব্যবহার করা হবে সর্বাধুনিক টার্নেল বোরিং মেশিন-টিবিএম। ফলে বাইরে থেকে কোন শব্দ শোনা যাবেনা।

Advertisement


গত ২ ফেব্রুয়ারি আরো একটি মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ পাতাল রেলের পথ।

Advertisement

দেশের মেট্রোরেল নির্মাণের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান, ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড-ডিএমটিসিএল সুত্র বলছে, মোট ১২টি স্টেশনের এই পাতাল রেল নির্মাণে ব্যবহার করা হবে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি। বিমান বন্দর থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত পাশাপাশি দুটি টানেল থাকবে।

Advertisement

এরপর মালিবাগ আর রাজারবাগের টানেল হবে উপরে-নিচে। যেখানে ট্রেন চলবে মাটির দুইশ ত্রিশ ফুট নিচে দিয়ে। ২০২৬ সালে পাতাল পথে চলবে আন্তর্জাতিক মানের ২৫ সেট মেট্রোরেল। যে রেলপথ নি:শব্দে তৈরি করবে সর্বাধুনিক রোবটিক টিবিএম ম্যাশিন। শহর জলাবদ্ধ হলেও পাতাল রেলের টানেল থাকবে নিরাপদ।