ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা শতকের ঘর ছাড়িয়ে গেছে, এই সংখ্যা দ্রুত বাড়ছে।
বিবিসি জানিয়েছে, তুরস্কের মালাটিয়ায় অন্তত ২৩, সানলিউরফার ১৭, দিয়ারবাকিরে ৬ এবং ওসমানিয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। আর সিরিয়ার সীমান্ত এলাকাজুড়ে অন্তত ৪২ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে।
Advertisement
রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হয়। প্রতিবেশী সিরিয়া, লেবানন ও সাইপ্রাসও কেঁপে ওঠে সেই ভূমিকম্পে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পটির উৎপত্তি গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরে।
Advertisement
প্রবল ঝাঁকুনিতে বহু ভবন ধসে পড়ে, সেসব ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে খবর আসছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু জানিয়েছেন, ভূমিকম্পে গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হতাই, ওসমানিয়ে, আদিয়ামান, মালাটিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস-এই ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, কাহরামানমারাস শহরে ধসে পড়া ভবনগুলোর চারপাশে লোকজন জড়ো হয়ে জীবিতদের খোঁজ করছে।