ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই রোগীর নাম উদ্দিন (৬০)। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসপাতাল। এতে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা। অনেকেই দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। নামার সময় জসিম উদ্দিন সিঁড়িতে পড়ে অচেতন হয়ে পড়েন।
জসিম উদ্দিনের বোনের ছেলে ইমতিয়াজ মাহমুদ জানান, তার মামার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি গত শনিবার রাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।
Advertisement
ইমতিয়াজ আরও জানান, আগুন লাগার সময় তার মামা বেডে ছিলেন। চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করেন। এ সময় তিনি তার মামাকে নিয়ে নিচে নামার সময় তার মামা অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অসুস্থতার কারণে জসিম উদ্দিন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩টা ১২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।