১২ই মে আসছে ‘আদিম’ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ : রাশিয়া-আমেরিকা-ইতালির মতো দেশেগুলোর চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে সাড়া ফেলেছে গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘আদিম’। এবার ছবিটি দেশে মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা শামীম যুবরাজ।

Advertisement

তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে ‘আদিম’র। আমরা চাই দেশের মানুষ সিনেমাটি দেখুক। আগামী ১২ই মে ছবিটি মুক্তি দিতে চাই। শামীম জানান, এরইমধ্যে নতুন সিনেমার গল্প তৈরিতে নেমেছেন।

Advertisement

‘আদিম’ মুক্তির আগেই নতুন ছবির চিত্রনাট্য শেষ করতে চান। গেল বছরের আগস্টে ‘আদিম’ রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড জিতে নেয়। এ ছাড়াও ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শক-সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি। গেল নভেম্বরে অনুষ্ঠিত দ্বাদশ কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অব দ্য ফোস্ট পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছে ‘আদিম’।

Advertisement

উল্লেখ্য, গণঅর্থায়নের সিনেমা ‘আদিম’ নির্মিত হয়েছে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুলাল মিয়া ও সোহাগী। তবে মজার বিষয় হলো- এখানে কেউই পেশাদার অভিনেতা ছিলেন না।