বিমানবাহী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিল ব্রাজিল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ : ব্রাজিলের নৌবাহিনী তাদের ৬০ বছরের পুরোনো বিমানবাহী রণতরী সাও পাওলোকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিয়েছে।

Advertisement

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ৩২ হাজার ৮শ’ টনের সাও পাওলোকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাজিলের উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে সাগরের ৫ হাজার মিটার গভীরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে ডুবিয়ে দেয়ার দাবি করেছে দেশটির নৌবাহিনী। 

Advertisement

আরটি জানায়, গত বছর তুরস্কের একটি কোম্পানি জাহাজটিকে ভেঙে ফেলার জন্যে কিনে নেয়। তবে তুরস্কের সরকারি কর্তৃপক্ষ পরিবেশগত ঝুঁকির কারণে এই জাহাজকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ করে। পরে রণতরীটিকে ব্রাজিলে ফেরত আনলেও পরিবেশের জন্য ‘উচ্চ ঝুঁকির’ কারণে এটিকে বন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি।

Advertisement

এদিকে রণতরীটিকে ডুবিয়ে দেয়ার ঘটনায় ব্রাজিলের পরিবেশবাদীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।  শনিবার এক বিবৃতিতে এনজিও বাসেল অ্যাকশন নেটওয়ার্ক বলেছে, জাহাজটিতে প্রায় ৭৬০ টন বিপজ্জনক অ্যাসবেস্টস এবং কয়েকশ টন অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, ডুবে যাওয়া এ জাহাজ এখন ওই এলাকার সামুদ্রিক বাস্তুতন্ত্রকে কয়েক বছর ধরে দূষিত করবে। 
 
‘সাও পাওলো’ একটি ক্লেমেন্সো-শ্রেণীর বিমানবাহী রণতরী। ফরাসি নৌবাহিনী দ্বারা ১৯৬৩ সালে ‘ফচ’ নামে ফরাসি নৌবাহিনী একে কমিশন করে। জাহাজটি, যা প্রায় ৪০টি বিমান বহন করতে পারে।  ২০০০ সালে একে ব্রাজিলের কাছে হস্তান্তর করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের সমস্যাযর কারণে ২০১৭ সালে একে বাতিল বলে ঘোষণা দেয়া হয়।