গ্যাসের তীব্র সঙ্কেট সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন রাজধানীর উত্তর সিটির ৪৮ নম্বর ওয়ার্ডের প্রায় দুই লাখেরও বেশি মানুষ। দক্ষিণখানের সৈয়দনগর, সরদার পাড়াসহ বেশ কয়িট এলাকায় ১২ বছর আগে গ্যাসের লাইন দেওয়া হলেও প্রায় আট বছরেরও বেশি সময় ধরে তারা গ্যাস পাচ্ছেন না। কিন্তু নিয়মিত গুনছেন গ্যাসের বিল। তবে রান্নাসহ যাবতীয় কাজের ভরসা মাটির চুলা কিংবা সিলিন্ডার।
Advertisement
দক্ষিণখানের বাসিন্দা রহিমা বেগম জানান, বাড়িতে সংযোগ থাকলেও প্রায় আট বছর যাবত গ্যাস নেই। পরিবারের আট সদস্যের খাবার রান্না করতে রীতিমতো হিমশিম খেতে হয়।
শুধু রহিমা বেগম নন, তার মতো দীর্ঘ আট বছর এমন সংগ্রামেই দিন কাটছে এই এলাকার প্রত্যেকটি পরিবারের। গ্যাসের সংযোগ থাকলেও তাদের ভরসা সিলিন্ডার বা মাটির চুলা।
এলাকার মানুষ বলেন, জলাবদ্ধতাসহ অনেকভাবেই তারা নাগরিক সুবিধা বঞ্চিত। তবে প্রতিদিনের ভোগান্তিটা গ্যাস নিয়ে, যা কেউ দেখেনা। কিন্তু তাদের ভুগতে হয়। তার তিনটার পর মাত্র ঘণ্টা খানেকের জন্য তারা গ্যাস পান।
তারা জানান, তিতাসের অফিসে বারবার ধর্না দিয়েও কোনো সমাধান হয়নি। তাদের দাবি, সঙ্কট সমাধানে আগ্রহী নয় তিতাস।
Advertisement
জানা গেছে, চার বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এসেছে দক্ষিণখান। কিন্তু বাড়েনি কোনো নাগরিক সুবিধা। এলাকাবাসীর দাবি, এবার অন্তত সমাধান হোক গ্যাস সমস্যার।