সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপণ্য দামসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিভাগীয় সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় সম্মেলন।
শনিবার বেলা ১০টার পর থেকেই রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এসে জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে সমাবেশ।
Advertisement
দুপুর দুইটার আগেই লোকে-লোকারণ্য হয়ে উঠে নয়াপল্টন এলাকা। হাজার হাজার নেতাকর্মী ১০ দফা দাবি আদায়ে শ্লোগান দিচ্ছেন। মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কর্মসূচির কারণে রাজধানীর পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে রাজধানীতে যানজট তৈরি হয়েছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদলগুলোও নিজ নিজ দল বা জোটের ব্যানারে একই দাবিতে কর্মসূচি পালন করছে।
Advertisement
গত ২৫ জানুয়ারির সমাবেশ থেকে ১০ দফা দাবিতে বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ঢাকার বাইরে ২৪ ডিসেম্বর এবং ঢাকায় ৩০ ডিসেম্বর পালিত হয়। দ্বিতীয় কর্মসূচি ১১ জানুয়ারি, তৃতীয় ১৬ জানুয়ারি এবং চতুর্থ দফায় ২৫ জানুয়ারি কর্মসূচি পালন করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট।
এ ছাড়া এককভাবে বিএনপি রাজধানী ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন পদযাত্রা কর্মসূচি করে।
শনিবারের পূর্বঘোষিত সমাবেশে শান্তিপূর্ণভাবে বড় ধরনের জমায়েত ঘটাতে গত কয়েকদিন ধরে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও প্রস্তুতি সভা করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ভার্চুয়াল বৈঠক করেন সারাদেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে।