ফ্ল্যাট বুঝে না পেয়ে উল্টো সন্ত্রাসীদের হামলার শিকার জমির মালিক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ : ফ্ল্যাট বুঝে না পেয়ে উল্টো সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাবেক এক সরকারি কর্মকর্তা ও তার পরিবার। আহত হয়েছেন বাবা, মা ও মেয়েসহ তিনজন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ভাসানটেক এলাকায় এক ডেভেলপার কোম্পানি জমির মালিককে পাওনা অংশ বুঝিয়ে না দিয়ে অন্যত্র ফ্ল্যাট বিক্রি করায় আপত্তি জানালে এ হামলার ঘটনা ঘটে।


তবে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অভিযুক্তরা এ ঘটনা অস্বীকার করে উল্টো দোষারোপ করছেন জমির মালিককে।
পরে হামলার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার৷

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, চিৎকার, আর্তনাদ, পরিবারকে রক্ষা করতে সন্তানের আকুতি। পাওনা অংশ বুঝিয়ে না দিয়ে বরং ডেভেলপার কোম্পানি এবং অন্য এক ফ্ল্যাটের মালিক প্রায় ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে চড়াও হয় ভাসানটেকের এক জমির মালিক নুরুল হক ও তার পরিবারের ওপর। একপর্যায়ে তারা লাঠি-বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই পরিবারের তিনজনকে।

হামলার শিকার পরিবারের দাবি, এর আগেও গত বছর একইভাবে হামলা চালিয়েছিল অভিযুক্তরা।

জমির মালিক নুরুল হক বলেন, ‘তারা এলোপাতাড়ি কিল ও ঘুষি দিয়ে আমার ওপর নির্যাতন চালিয়েছে। আমার স্ত্রী ও মেয়েকে মেরে আহত করেছে।’
এ বিষয়ে অভিযুক্ত ব্রাইট হাউজিং কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত অন্য ফ্ল্যাট মালিক হাফিজ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও টেলিফোনে উল্টো জমির মালিকের বিরুদ্ধে তার বক্তব্য তুলে ধরেন।

হাফিজ বলেন, ‘বিষয়টি নিয়ে কথা বলার জন্য কমিশনারের কাছে যাওয়ার কথা ছিল; তারা সেখানে যাবে না। তারা বিষয়টি পাত্তাই দিচ্ছে না। আমি অপরাধ করলে আমার বিচার হবে।’

হামলার শিকার নুরুল হকের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে ভাসানটেক থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি একই ইস্যুতে সংঘটিত হামলার ঘটনায় একটি সংবাদ প্রচার করেছিল সময় সংবাদ।