ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ : অনিরাপদ হয়ে উঠেছে রাতের ঢাকা। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নিরাপত্তাহীনতায় গভীর রাতে চলাচল করাই হয়ে উঠেছে দুরূহ ব্যাপার। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। রাত নেমে এলেই ভিন্ন রূপ ধারণ করে রাজধানী ঢাকা।
Advertisement
কর্মব্যস্ততা শেষে পুরো শহর যখন ঘুমিয়ে পড়ে, কারো কারো কর্মযজ্ঞ শুরু হয় ঠিক তখনই। রাত বাড়লেই অনেকের এই ব্যস্ততা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। সম্প্রতি রাজধানীতে বেড়েছে ছিনতাই। রাতের বেলা জরুরি কাজে বের হওয়া অনেকেই শিকার হচ্ছেন ছিনতাইয়ের।
এমনকি ছিনতাইকারীর হাতে জখম হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। গভীর রাতে ঢাকার বাইরে থেকে এসে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। নিরাপত্তাহীনতার কারণে যেতে পারেন না গন্তব্যে। এদিকে পুলিশের অতিরিক্ত কমিশনার পরামর্শ দিয়েছেন রাতে ভ্রমণ এড়িয়ে চলার। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।
Advertisement
রাতের ঢাকায় চলাফেরা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। ছিনতাইয়ের কারণে কেবল মূল্যবান মালামাল খোয়ানোরই নয় ঝুঁকি দেখা দিচ্ছে জীবন নাশেরও। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। চলাচলের জন্য রাতের ঢাকা নিরাপদ করার জোর দাবি সাধারণের।