বেআইনিভাবে জমজমের পানি বিক্রি করা যাবে না (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ : আইন মেনে ব্যবসা না করে কেউ বেআইনিভাবে জমজমের পানি বিক্রি করতে পারবেন না। আগামী বুধবারের মধ্যে বায়তুল মোকাররম দোকান মালিক সমিতি সেখানে জমজমের পানি বিক্রির বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে বলেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

Advertisement

সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে অংশীজনদের সাথে পবিত্র জমজম কূপের পানি খোলা বাজারে বিক্রয় সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত জানায় তারা৷ এর আগে জমজমের পানি খোলা বাজারে বিক্রি নিয়ে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ভোক্তা অধিকার অভিযান করে এর সত্যতা পায়।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান জানান, ভোক্তা অধিকার সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত জমজমের পানি বিক্রি বন্ধ রাখতে হবে। পাশাপাশি কেউ বিক্রি করলে দোকান সিলগালা করে দেয়া হবে। এছাড়া জমজমের পানি নিয়ে কেউ বা কোনো ব্যবসায়ী ব্যবসা করলে বা কিনলে, তাদেরকে যথাযথ কাগজ রাখতে হবে বলেও জানান তিনি।

Advertisement

বক্তারা বলেন, সৌদি সরকার যদি জানে দেশে জমজমের পানি কর্মাশিয়ালি বিক্রি হচ্ছে তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে ইসলামি ফাউন্ডেশনের সাথে আলোচনা করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় ভোক্তা অধিকার।