ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ : আশ্রয়ণ প্রকল্প বদলে দিয়েছে পাবনার গৃহহীন মানুষের জীবন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর হয়েছে তাদের সুরক্ষিত, নিরাপদ ঠিকানা। মাটির মালিকানায় পেয়ে এখন তারা সাবলম্বী হওয়ার পথে। মাঘের শীতের মাঝেই জরিনা খাতুনের বাড়িতে এসেছে অতিথি। চিতই পিঠা ভেজে ভিজানো হচ্ছে রসে। পাশে প্রতিবেশীরাও।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মুজিববর্ষ গ্রামে, এমন উৎসব আয়োজন দেখে কে বলবে, কিছুদিন আগেও তাদের নুন আনতে পান্তা ফুরানো জীবনে শীত মানেই ছিল যন্ত্রণা! জরিনা, নাজমা, আঁখি, আক্কাসের মতো ভাসমান জীবন কাটানো মানুষেরা এখন প্রধানমন্ত্রীর উপহারে জমিসহ আধাপাকা ঘরের মালিক। সেখানেই বুনেছেন নতুন জীবনের স্বপ্ন।
Advertisement
নতুন ঠিকানায় সেলাই, হাঁস-মুরগী-ছাগল পালন, ছোটখাট ব্যবসায় খুঁজছেন জীবিকার পথ। জীবনমানের পরিবর্তনে তাদের উচ্ছ্বসিত কণ্ঠে জীবন জয়ের গান। এবার, চলুন শুনি পদ্মা পাড়ের সুজানগর উপজেলার মানুষের কথা। অধিকাংশ ভূমিহীনের বসতি ছিল বাঁধের ঝুপড়ি কিংবা ছাপড়া ঘরে।
পৌষ মাঘের কনকনে ঠান্ডায় সেখানে কেবল দুর্ভোগ নয়, প্রাণ বাঁচানোই ছিল দায়। শীত-রোদ-ঝড়ে এখন তাদের সুরক্ষা দিচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এইসব মানুষের প্রাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা। সব কণ্ঠে তারই প্রকাশ।
Advertisement
রূপালী, স্বপ্না, আসমাদের মতো পাবনার ২১৩৭ টি পরিবারের ভাসমান অনিশ্চিত জীবনে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো এনে দিয়েছে আকাশের চাঁদ হাতে পাওয়া আনন্দ। প্রখর রোদ, বৃষ্টির আশ্রয় হয়ে এই মাঘের শীতেও তারা জড়িয়ে আছেন শেখ হাসিনার ভালোবাসার উষ্ণতায়। অভাবনীয় প্রাপ্তির দিন বদলের যাত্রায় তাদের কৃতজ্ঞ হৃদয়ে একটাই অভিব্যক্তি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।